- আমার দাদা বেচে আছেন। তিনি লিখিতভাবে সম্পত্তি কোনো ছেলের মধ্যে ভাগ না করে দিলেও প্রত্যেককে তার প্রাপ্য বুঝিয়ে দিয়েছেন প্রত্যেকেই সেই জমি ভোগ করছেন। তার মধ্যে আমার বাবা অন্যতম। সেই সাথে আমার বাবার নিজের নামেও ঢাকাতে জমি আছে। ঢাকার জমি ব্যতিত গ্রামের সব গুলো জমি তিনি বেশ কিছু বছর আগে বন্ধক দিয়ে টাকা নিয়েছিলেন যা এখনো পরিশোধ করতে পারেন নি। সাথে মানুষের কাছে কিছু ঋণ ও আছেন। সম্পদের পরিমাণ বর্তমান বাজার মূল্য হিসেব করলে কোটি টাকার ও বেশি হবে। আর ঋণের পরিমান হিসেব করলে ১৫-২০ লাখ হবে। আমাদের বাসায় কোনো স্বর্ণ বা রূপা নেই। এখন পশ্ন হলো আমার বাবার উপর কি কুরবানি/হজ্জ এগুলো ফরজ হয়েছে?
- ছোট বেলা থেকেই ঋণ না থাকলেও আমার বাবা কুরবানি দেন না। ইসলাম ও ইসলামিক ব্যাপারে তিনি একেবারেই উদাসীন। নামাজ ও পড়েন না শুক্রবার ও না ঈদেও না। যদি বলি আমি তাহলে রেগে বলবেন আমার হিসাব আমি দিবো। তার সাথে যোগ করে বলবেন কেউ দেখায় পরে কেউ মারফতি পরে সমাজে কিছু মানুষ সুদ খায় ঘুষ খায় মসজিদে এদের পিছনে দাঁড়িয়ে নামাজ পড়তে আমার ঘৃণা হয়। আমার জানা মতে ওয়াক্তের নামাজ ওয়াক্তে না পরে মারফতি ইবাদাত বলে কিছু নাই। পৈতৃক সূত্রে এই সম্পত্তির মালিক আমিও । এখন আমার বাবার এই ঘাফিলতির জন্য কি আমাকেও জবাবদিহি করতে হবে? / আমিও কি গুনাহের ভাগিদার হবো?
কুরবানী প্রসঙ্গে
Share
Praise To be Allah.
Brother has 2 part of the question.
First of all, What if it is Obligatory for My father to go to Hajj or Qurabanii??
The answer depends on Your Father’s ability. If he is able now to give a Qurbani or afford Hajj, It is Obligatory for him.
Hajj is not obligatory except for the one who is able to do it, because Allaah says (interpretation of the meaning): “And Hajj (pilgrimage to Makkah) to the House (Ka‘bah) is a duty that mankind owes to Allaah, those who can afford the expenses (for one’s conveyance, provision and residence)” [Aal ‘Imraan 3:97].
The Second part of the Question is That, Your father is very uninterested about Islam and If you tell him to pray, he tells you that he will give his own answer, It is true. But Do you know What is the meaning of “Marfot“??
Marfot means through. What is the Work of ” through ” in salah. It is you and Allah.
Come to your Question. When you have the ability and your Own Money and all this stuff, you have to do Qurbani and Hajj. But it is not Obligatory for you. But, you have to call them to the Path of Allah with Wisdom and softness. And Do not ever be rude with then. Allah Says In the Quran,
So, Give them Dawah and do Your best. Inshallah, Allah Will Give you great reward in the Hereafter.
جَزَاكَ اللهُ خَيْرًا