১.ঋণগ্রস্থ কাউকে যাকাত এর টাকা দিয়ে সাহায্য করা যাবে ? ঋণ পরশোধের জন্য.।
২.একজন ভাই তার আপন ভাই মারা গেছেন,সেই বিধবা ভাবির কাছে থাকার জন্য ছোট্ট একটা টিনের বাড়ি বিক্রি করবেন , এখন কইকজন মিলে সেই টাকা যোগাড় করে দিবে ,সেখানে কি যাকাত এর টাকা দিয়ে শামিল হওয়া যাবে ?
আসসালমুআলাইকুম, যাকাত নিয়ে ২টা প্রশ্ন
Share
যাদের জাকাত দেয়া যাবে –
পবিত্র কোরআনে যাকাতের খাত নির্ধারণ করে দেয়া হয়েছে। এসব খাত ছাড়া অন্য কোথাও জাকাত প্রদান করা জায়েজ নয়।
ইরশাদ হয়েছে- জাকাত তো কেবল নিঃস্ব, অভাবগ্রস্ত ও যাকাতের কাজে নিযুক্ত ব্যক্তিদের জন্য, যাদের মনোরঞ্জন উদ্দেশ্য তাদের জন্য, দাসমুক্তির জন্য, ঋণগ্রস্তদের জন্য, আল্লাহর পথে জিহাদকারী ও মুসাফিরের জন্য। এটি আল্লাহর বিধান। আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। (সুরা তাওবা : ৬০)
যে ব্যক্তির কাছে কোনো সম্পত্তি নেই অথবা নিসাবের সমমূল্যের প্রয়োজন অতিরিক্ত কোনো সম্পত্তিও নেই, এমন লোক শরিয়তের দৃষ্টিতে মিসকিন বা গরিব। তাকে জাকাত দেয়া যাবে। যে ব্যক্তি এমন ঋণগ্রস্ত যে, ঋণ পরিশোধ করার পর তার কাছে জাকাতযোগ্য বা ফিতরাযোগ্য কোনো সম্পদ নিসাব পরিমাণ থাকে না, তাকে জাকাত দেওয়া যাবে। (ফাতাওয়া হিন্দিয়া)
আপনার প্রশ্নের উত্তর –