আমি একটি হারাম রিলেশন এ ছিলাম। দুই জনের ফ্যামিলি থেকে তার বিয়ে দিতে রাজি কিন্তু আমার পড়াশুনা ও তার পড়াশোনা শেষ হওয়ার আগে না।এমতাবস্থায় অনেক বুঝানোর পড় ও তারা তাদের সিদ্ধান্ত বদলায়নি অথচ আমি যিনা করছিলাম। হঠাৎ আমার মধ্যে উপলব্ধি হলো তাই কাউকে না জানিয়ে আমি হুজুরের কাছে গিয়ে প্রাপ্তবয়স্ক কয়েকজন সাক্ষির সামনে তাকে বিয়ে করে ফেলি।পড়াশুনা শেষ পর্যন্ত যেন যিনা থেকে মুক্ত থাকতে পারি এমন চিন্তায়। আমি জানতে চাচ্ছিলাম এই বিয়েটা কি বৈধ হবে??
আমি শুনেছিলাম শরীয়তের বিধান হলো যদি দুইজন প্রাপ্ত বয়স্ক (বালেগ) সমঝদার (বুঝবান) সাক্ষ্যির সামনে প্রাপ্ত বয়স্ক (বালেগ) পাত্র ও পাত্রি (বালিগাহ) যদি প্রস্তাব দেয় এবং অপরপক্ষ তা গ্রহণ করে নেয়, তাহলে ইসলামী শরীয়াহ মুতাবিক বিবাহ শুদ্ধ হয়ে যায়। অভিভাবকের সম্মতি থাকুক বা না থাকুক। অভিভাবক জানুক বা না জানুক। এইটা নিয়ে যদি বলতেন একটু?