আমি নামাজ পড়ি প্রায়ই বাসায়। আমার মা দেখেন। প্রায় সময় সে আমাকে বলে ঘুষ দিয়ে চাকরি করতে বা অনৈতিক ভাবে কাজ করতে। আমি এগুলার বিরুদ্ধে বললে সে ইসলাম হাদিস এগুলার বিরুদ্ধে কথা বলে। সে আমার ইবাদাত নিয়ে খোচা দিয়ে কথা বলে। সাথে সমাজের আলেমদের দিয়ে কটুক্তি করে বসে। যেমন তারা বসে বসে খায়, পরিশ্রম করে না তাই বসে বসে এমন হাদিসের কথা শুনায় সুদ খাবা না ঘুষ খাবা না । এমন অবস্থায় আমার কি করা উচিত? আমার মাঝে মধ্যে খুব রাগ হয়।
Share
যত রাগ ই হোক কখনো খারাপ ব্যবহার করবেন না। আবার তাদের কথা শুনে বিপথেও যাবেন না। বোঝানোর চেষ্টা করুন। ইসলামিক ওয়াজ, বা লেকচার গুলো বাসায় জোরে শোনার চেষ্টা করুন যেন তারাও একটু বোঝেন। আর আল্লাহর উপর তাওয়াক্কুল করে এগিয়ে যান। ইনশাআল্লাহ সব ভাল হবে।
আল্লাহ আপনার সমস্যা সমাধান করে দিক।