সম্মিলিত মোনাজাত নাকি বিদাআত। নামাজ শেষে দোয়া করা সুন্নত তবে সম্মিলিত নয়। সূরা আরাফের ৫৫ নং আয়াতে এটার কিছু সাদৃশ্যতা পাওয়া যায়। যেমনঃ ادْعُوا رَبَّكُمْ تَضَرُّعًا وَخُفْيَةً ۚ إِنَّهُ لَا يُحِبُّ الْمُعْتَدِينَ উদ‘ঊ রাব্বাকুম তাদাররু‘আওঁ ওয়া খুফইয়াতান ইন্নাহূলা-ইউহিব্বুল মু‘তাদীন। অর্থ: তোমরা ...