আসসালামু আলাইকুম
ইমামের পিছনে ফরজ সালাত আদায়ের সময় ইমাম যখন সূরা কিরাত করেন তখন কি আমারও সূরা কিরাত করতে হবে?
এছাড়া ৪ রাকাত ফরজ সালাতের তৃতীয় ও চতুর্থ রাকাতে কি শুধু সূরা ফাতিহা পাঠ করতে হয় নাকি অন্য সূরা মিলাতে হয়?
(ফরজ/ সুন্নত উভয়ের জন্য উত্তর করবেন দোয়া করে)
ইমামের পিছনে পরলে আপনাকে কোন সুরা পড়তে হবে না। যদি একা পড়েন তাহলে সুরা পড়বেন।
ফরয নামাযের ৩য় ও ৪র্থ রাকাতে শুধু সুরা ফাতিহা পড়বেন। অন্য সুরা পড়া যাবে না। কিন্তু ফরয নামায ব্যতীত অন্য সকল নামাযের ৩য় ও ৪র্থ রাকাতে সুরা ফাতিহার সাথে অন্য সুরা মিলিয়ে পড়তে হবে। আর অন্য যেকোনো সুরার ক্ষেত্রে কুরআন মাজীদের ক্রম অনুসারে সুরা পড়বেন। অন্যথায় সুন্নাহর খেলাপ হবে। যেমনঃ ১ম রাকাতে সুরা ফালাক পড়লে,২য় রাকাতে অবশ্যই সুরা নাস পড়তে হবে। সুরা ফালাকের আগের সুরা যেমন সুরা ইখলাস,সুরা আসর, সুরা কাফিরুন ইত্যাদি পড়া যাবে না। আর সুরার এই ক্রম ঠিক করে নামায পড়তে হবে যা সকল নামাযের ক্ষেত্রে প্রযোজ্য।
আবু কতাদা (রা.) থেকে বর্ণিত হাদিসে এসেছে, ‘রাসুলুল্লাহ (সা.) জোহর এবং আসরের নামাজের প্রথম দুই রাকাতে সুরা ফাতেহা ও আরেকটি সুরা পড়তেন। আর শেষ দুই রাকাতে শুধু সুরা ফাতেহা পড়তেন।
’ (বুখারি, হাদিস নং: ৭৫৯; মুসলিম, হাদিস নং: ৪৫১; তবে মুসলিম শরিফের ৪৫২ নং হাদিসে রাসুল (সা.) থেকে ভিন্ন আমলের প্রমাণ পাওয়া যায়। )
Ami hadith no miliye eirokom kono hadith pelam na,muslim 452,451
ইমাম যখন সুরা কিরাত পড়বেন তখন আপনি চুপ থাকবেন । আর যখন ইমাম চুপ থাকবেন তখন আপনি সুরা ফাতিহা চাইলে পড়তে পারেন নাইলে চুপ থাকতে পারেন । আপনার যেটা ভাল লাগে ।
I’m extremely impressed along with your writing talents and also with the format for your blog. Is that this a paid subject or did you modify it your self? Anyway stay up the excellent quality writing, it’s rare to see a nice blog like this one these days!