- মাশা আল্লাহ ভাই। আজ জুম্মার দিন বাসে ছিলাম। বাস থেকে নেমে নামাজে যেতে যেতে দেখি ২ টা বাজে। জুম্মা মিস করেছিম দেখলাম খাদেম/মসজিদের কেউ দরজা লাগিয়ে দিচ্ছে মসজিদের। আমাকে জিজ্ঞাসা করলেন কি করবেন? আমি উত্তর দিলাম নামাজ পড়বো। আমাকে উনি বললেন টাইম মতো আসেন নাই কেনো। এই সময় মসজিদ বন্ধ থাকে।
- আমি বললাম আজকার দিনের বেলায় ও মসজিদ বন্ধ থাকে।
- উনি আমাকে উত্তর দিলেন চুরি হয়।
- আমি বললাম পিছনে খোলা রাখতে পারেন ভিতরে বন্ধ রেখে৷ (ভিতরে বন্ধের আলাদা দরজা আছে যেহেতু মসজিদ এসি করা) মসজিদে নামাজে এসে ফিরে যাচ্ছি ভাই অথচ নামাজের জন্যই বাস থেকে নেমেছি।আল্লাহর ঘর মসজিদে নামাজ পড়তে এসে ফিরে যাচ্ছি এর হিসাব আপনাকেই দিতে হবে কিন্তু ভাই। আপনি চাইলে আমাকে বলতে পারতেন যে ভাইয়া পরেন ৪ রাকাত আর কত সময় লাগবে তার পর আমি লাগিয়ে দিচ্ছি।
- উনি আমাকে উত্তর দিলেন আপনার থেকে আমি কম জানি না বা বুঝি না যান এইখান থেকে।
- মাশা আল্লাহ আপনাদের হুজুর/মসজিদ কমিটি/খাদেম আপনাদের ব্যবহার তার সাথে তাকওয়া আর আখলাক দেখে আমি মুগ্ধ। এখন মসজিদে দিকে যেতেও লজ্জা লাগবে।
নামাজ
Share