আসস্লামুয়ালাইকুম, আমার কোম্পানি থেকে একটা নির্দিষ্ট পরিমান টাকা আমার হোটেলে থাকার জন্য, যাতায়াতের জন্য বরাদ্দ থাকে, সেটা রিসিট সাবমিট করে ক্লেইম করতে হয়। এখন আমি যদি সস্তা কোন হোটেলে থাকি কিংবা সস্তা ট্রান্সপোর্ট ব্যবহার করি কিন্তু সেই নির্দিষ্ট পরিমান টাকা বানানো রিসিটে ক্লেইম করি, সেটা কি আমার জন্য জায়েজ হবে?
Share
Chowdhury
আপনার কোম্পানি যদি কোনো হোটেল বা যাতায়াত পরিবহন নির্দিষ্ট করে দেয়, তাহলে এটা জায়েজ হবে না বলে আমি মনে করি। আর যদি কোম্পানি থেকে নির্দিষ্ট করে বলে দেয়া না থাকে তাহলে কোনো সমস্যা নাই। (ব্যক্তিগত মত)