আমার নিজের এক টাকাও নাই,তবে আমার বাবা মা মারা যাওয়ার পরে আমি আমার ছুটো ভাইদের দায়িত্ব নেই,ওদের পড়ালেখা করিয়ে আজ ওরা দুইজন ইঞ্জিনিয়ার ও একজন ম্যাডিকেল স্টুডেন্ট, আগে আমি একটা এনজিও তে চাকরি করতাম, কিন্তু আমার ভাইয়েরা আমাকে সেই চাকরি ছায়িয়ে এখন একটা ব্যাবসা দরিয়ে দিয়েছে, ব্যাবসা প্রতিসঠানের নাম আমার নামে,ব্যাবসা ও আমার, কিন্তু মুলধন আমার না,এবং আমার ব্যাবসা একদম নতুন,আমার ব্যাবসা শুরু করছি মাত্র ১ মাস হইছে, এখন আমার যাকাতের বিধান কি? কুরআন হাদিস কি বলে।
Share
নিসাব পরিমাণ টাকা থাকলে যাকাত দিতে হবে। না হলে যাকাত দিতে হবে না।