আসসালামুআলাইকুম
এমন একটি কথা প্রচলিত আছে যে , বছর এ দুইবার কুরআন খতম দিতে হয়। এটা নাকি কুরআন এর হক। এই কথা টি কতটুক সঠিক । কুরআন হাদীস এর রেফারেন্স দিয়ে বললে খুব উপকৃত হব। জাযাকাল্লাহু খায়রান ।
একটি কথা প্রচলিত আছে যে , বছর এ দুইবার কুরআন খতম দিতে হয়। এই কথা টি কতটুক সঠিক ?
Share
Admin
দুই খতম দেওয়া হক না, আরো অনেক বেশি। কোরআনের হক হচ্ছে মূলত ইমানদার ব্যক্তিরা অন্তত ৩০ দিনে একবার কোরআন খতম দেবেন। তাহলে অন্ততপক্ষে বার মাসে ১২ বার হয়।
সুতরাং কোরআনের হক হচ্ছে অনেক বেশি। কিন্তু যাঁরা পারেন না তাঁরা যথাসম্ভব চেষ্টা করবেন অধিক পরিমাণে কোরআন তিলাওয়াত এবং কোরআন খতম করার।