কোনো এক নামাজের ফরয নামায পড়ার পর কী পূর্বের নামায কাযা আদায় করা যাবে? এক্ষেত্রে সুন্নাত পড়ে কাযা নামায আদায় করবো? নাকি সুন্নাত পড়ার আগেই আদায় করবো? এমন যদি কোনো পরিস্থতি হয়ে যে এখন মাগরিবের নামাজের জামাত শুরু হবে কিন্তু আমার আসরের নামাজ কাযা আদায় করতে হবে। তবে কী আমি এখন মাগরিবের নামাজ আগে জামাতের সাথে আদায় করবো নাকি আগে আসরের নামাজ পড়ে তারপর মাগরিবের নামাজ নিজে নিজে আদায় করবো?
Share
বস্তুতঃ, কাযা নামাজ বলে কিছু নেই, যেই নামাজ আপনার মিস হয়ে গেছে, পরবর্তীতে যখনই মনে পড়বে বা সুযোগ হবে, নামাজটি আদায় করে নিতে হবে, শুধুমাত্র নিষিদ্ধ সময় ছাড়া। এছাড়া যখন যেই নামাজের ওয়াক্ত আপনাকে অবশ্যই সেই নামাজকে বেশী প্রাধান্য দিতে হবে।
Jodi jamat suru Hoye jay obossoi apni agey jamate namaz porben.. then kaza namaz porben… Possible hole onno wakto suru hobar agey porben Jodi na paren jevabe bolechi oivabe korben ing Sha Allah….