আস সালামু আলাইকুম। আমি আর আমার স্ত্রী এক সাথে থাকি। আমার স্ত্রী প্রায় বছরের ১১ মাসই কোনো না কোনো কিছুতে অসুস্থ থাকে। ডাক্তার দেইখাই পরীক্ষা করাই আল্লাহর রহমতে বড় কোনো অসুখের লক্ষণ বা বড় কোনো অসুখ হয় নি সাধারণ জর ঠান্ডা কাশি এগুলো হয়েই থাকে। কিছু জিনিস আমার কাছে প্যারানরমাল লাগে। তার সাথে আমার দাদী শাশুড়ি আমার শশুর বাড়ির পরিবারের উপর অনেক আগে থেকেই যাদু টোনা করে আসছে অনেক বার হাতে নাতে প্রমাণ পেয়ে তা নষ্ট করা হয়েছে। আমি আমার স্রীর জন্য কি আমল করতে পারি যেনো ওর উপর কিছু হয়ে থাকলেও তা নষ্ট হয়ে যায় আল্লাহর অশেষ রহমতে।
যাদু টোনা থেকে মুক্তির আমল
Share
আপনি এই ওয়েবসাইটের লেখাগুলো পড়লে অনেক কিছু জানতে পারবেন। https://ruqyahbd.org/
তাদের একটা ফেসবুক গ্রুপ আছে। এখানেও যোগাযোগ করতে পারেন।
https://www.facebook.com/groups/ruqyahbd/?ref=share&mibextid=NSMWBT