আচ্ছা আমার স্বামী বিবেক বুদ্ধি সকল দিক দিয়ে পরিপূর্ণ কিন্তু সে রাগ নিয়ন্ত্রণ করতে পারেননা।রাগ উঠলে উনি বুঝতেই পারেননা কি বলছেন।রাগের মাথায় কি বলছেন তাও সে পরে ভুলে যায়।সে রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করে কিন্তু পারেননা।রাগের মাথায় উনি এতই নিয়ন্ত্রণ হারায় ফেলেন যে বুঝতেই পারেনা আমাকে বা বাসার অন্য সদস্যদের কি বলছেন।এমতাবস্থায় স্ত্রী হিসেবে আমি কি কোনো সাহায্য করতে পারি ওনার রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টায়।
Share
রাগ নিয়ন্ত্রণ আত্তশুদ্ধির বিষয়। ইসলাম মুসলিমদেরকে বিনয়ী হবার শিক্ষা দেয়। আপনি তাকে বুঝতে পারেন। কিছু আয়াত ও হাদীস দিচ্ছি বিনয়ী হওয়া সম্পর্কে:
‘রাহমান’-এর বান্দা তারাই, যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে…। – সূরা ফুরকান(২৫) : ৬৩
ভূপৃষ্ঠে দম্ভভরে বিচরণ করো না, তুমি তো কখনোই পদভারে ভূপৃষ্ঠ বিদীর্ণ করতে পারবে না এবং উচ্চতায় তুমি কখনোই পর্বতপ্রমাণ হতে পারবে না। -সূরা বনী ইসরাঈল (১৭) : ৩৭
আল্লাহর দয়ায় তুমি তাদের প্রতি কোমলহৃদয় হয়েছিলে। যদি তুমি রূঢ় ও কঠোরচিত্ত হতে, তবে তারা তোমার আশপাশ থেকে সরে পড়ত। -সূরা আলে ইমরান (৩) : ১৫৯
হাদীস:
তোমাদের মাঝে সেই উত্তম, যে তার স্ত্রীর নিকট উত্তম। আর আমি আমার স্ত্রীর কাছে সর্বোত্তম। -জামে তিরমিযী, হাদীস ৩৮৯৫
বুঝানোর সময় এই আয়াত, হাদীস গুলো যুক্ত করতে পারেন। যদি এইভাবেও সমস্যার সমাধান না হয়, তাহলে একজন সাইক্রেটিসকে দেখানোর পরামর্শ রইলো।