আমাদের মসজিদে নিচ তলায় কেবল পুরুষরা নামাজ আদায় করেন। ২য় তলায় সামনে মহিলারা তার পেছনে পর্দা দেয়া ও তার পেছনে পুরুষদের জন্য কাতার। ৩য় তলায় কেবল পুরুষরা নামাজ আদায় করে। ২য় তলায় যারা মহিলাদের পেছনে নামাজ পরে জামাতের সময়, তাদের নামাজ কি সহীহ হবে?
Share
জি, সহিহ্ হবে ইন শা আল্লাহ্। কারন মহিলাদের জায়গা আর পুরুষদের জায়গা পর্দা দিয়ে আলাদা করায় দুই দলের নামাজের স্থান পৃথক হয়। তাই পুরুষদের নামাজের জায়গা মহিলাদের নামাজের জায়গার পরই শুরু হয় ।