দোয়ার মূল বিষয় হলো অন্তর থেকে আল্লাহর কাছে কোনো কিছু চাওয়া। বিভিন্ন আরবি দোয়া মনে না রেখে এদের বাংলা অনুবাদ মনে রেখে কি দোয়া করা যাবে?
যেমন, কেউ উপকার করলে যদি আমি “জাজাকাল্লাহু খইর” না বলে মনে মনে “আল্লাহ তোমাকে এর উত্তম প্রতিদান দান করুন” বলি বা ভাবি তাহলে কি হবে?
Admin
ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। বাংলায় দোয়া করতে কোনো নিষেধাজ্ঞা নেই। আল্লাহর কাছে দোয়া চাইতে ভাষা সবসময় আরবি হতে হবে, এই কথা দুনিয়ার কোনো আলেম বলেননি। তাই আপনি যেকোনো ভাষাতেই আল্লাহর কাছে দোয়া চাইতে পারেন। এটা নিয়ে কোনো সন্দেহ নেই।