আসসালামু আলাইকুম,
স্ত্রীর যাকাতের নিসাব আসছে, বাট টাকা দেবার সামর্থ্য নেই। আবার স্বামী আস্তে আস্তে স্ত্রীর মোহরানা শোধ করছেন প্রতি মাসে। এখন স্বামী যদি স্ত্রীর যাকাত দিতে চান এবং স্ত্রীকে বলে দেন যে এই এমাউন্ট টা মোহর থেকে কেটে নিতে সেটা কি গ্রহনীয়??
Mehedi Jobayer
নিসাব পরিমান স্বর্ণ আছে কিন্তু নগদ টাকা না থাকলে স্বর্ন বিক্রি করে হলেও যাকাত আদায় করতে হবে।কিন্তু স্বামি যদি দিতে চায় তাহলে দিতে পারবে তার জন্য স্ত্রীর কাছে বলে তারপর কাউকে প্রদান করতে হবে, কারণ স্ত্রীকে নিয়ত করতে হবে যাকাতের জন্য। নিয়ত ছাড়া যাকাত প্রদান করলে সাধারণ দানের মতই দান করা হবে,যাকাত আদায় হবে না।
আর যদি আপনি তার মোহরানা পরিশোধ করতে চান, তাহলে তাকে প্রথমে মোহরানা হিসেবে টাকা প্রদান করুন।তারপর বলুন যে তুমি যাকাত দাও।
জাজাকাল্লাহ ?