৪ রাকাত সুন্নত নামাজের ৩য় রাকাতে সূরা ফাতিহা এর পরের সূরা কি ২য় রাকাতের চেয়ে ছোট সূরা হতে হবে? কারণ আমরা জানি ১ম রাকাতের সূরার চেয়ে ২য় রাকাতের সূরা ছোট হওয়া উত্তম! নাকি ২য় রাকাতের সাথে ৩য় রাকাতের কোনো সম্পর্ক নেই! ১ম রাকাতে বড় সূরা এবং ২য় রাকাতে ছোট সূরা! তেমনি ৩য় রাকাতে বড় সূরা আবার ৪র্থ রাকাতে ছোট সূরা!
যেমনঃ ১ম রাকাত- সূরা ফীল
২য় রাকাত- সূরা কাওসার
৩য় রাকাত- সূরা লাহাব
৪র্থ রাকাত- সূরা ইখলাস
এভাবে পরলে হবে?
সুরা মিলানোর ক্ষেত্রে ক্রমান্বয়ে অর্থাৎ আপনি যদি প্রথম রাকাআতে সুরা ফিল পড়েন তাহলে দ্বিতীয় রাকাআতে সুরা কোরাইশ থেকে সুরা নাস পর্যন্ত যেকোনো একটি তেলাওয়াত করতে পারবেন।
(সুরা ফিল এর উপরের কোনো সুরা পড়লে আপনার নামাজ মাকরূহ তথা অপছন্দনীয় হবে) এবং তৃতীয় রাকাআতে যদি সুরা কোরাইশ পড়েন তাহলে চতুর্থ রাকাআতে সুরা মাউন থেকে সুরা নাস পর্যন্ত যে কোনো একটি সুরা।
মানে এখানে বড় ছোট কোনো বিষয় নয়। কোরআনে দেয়া সিরিয়াল মেনটেইন করতে হবে। তবে না করলে নামাজ হবে না এরকমও নয় তবে সেটা মাকরুহ হবে। আবার আপনি যদি প্রথম রাকআত সূরা নাছ পরে ফেলেন তাহলে দ্বিতীয় রাকআতও সূরা নাছ দিয়ে পরতে পারবেন। এক সূরা একাধিক বার পড়ার ব্যাপারেও কোনো নিষেধ নাই।
ভিডিওতে ১ম এবং ২য় রাকাতের কথা উল্লেখ করা আছে! কিন্তু আমি ৩য় এবং ৪র্থ রাকাতের বিষয়টা জানতে চেয়েছিলাম!